Headlines

এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

ঢাকা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। প্রশাসনিক কারণে ১৭টি কেন্দ্র ও ২২১টি ভেন্যু বাতিল করা হয়েছে। বিস্তারিত দেখুন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে আসন্ন এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি। এর মধ্যে বিদেশে অবস্থিত কেন্দ্র রয়েছে ৭টি

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা কেন্দ্র ২০২৬ সাল থেকে কার্যকরভাবে বাতিল করা হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করে পৃথক আদেশে এসব কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

যেসব এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য

  • ঢাকা-৬৯: হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  • ঢাকা-৭৮: হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়
  • শিবালয়-২: রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ
  • জয়ানগর: জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়
  • কামারখালী: কামারখালী উচ্চ বিদ্যালয়
  • মির্জাপুর ক্যাডেট কলেজ

এছাড়াও বাতিল হওয়া অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে
করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

এদিকে বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীনে থাকা লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় কেন্দ্র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রিসের এ্যাথেন্সে অবস্থিত বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বোর্ড সূত্র জানায়, চূড়ান্ত কেন্দ্র তালিকা অনুযায়ীই ২০২৬ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে কেন্দ্র তালিকা দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা দেখুন এখানে

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *