২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর। জগন্নাথ, হাবিপ্রবি, শাবিপ্রবি, কুবি ও খুলনা বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছের বাইরে থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তবে গত কয়েক বছরের মতো এবারও গুচ্ছ ব্যবস্থা থেকে বাইরে থাকছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং ১০ ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
যে পাঁচ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বাইরে থাকছে
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
- খুলনা বিশ্ববিদ্যালয়
ইউজিসি ও ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা হলেও এ পাঁচ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হতে রাজি হয়নি। তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা পৃথকভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ নিশ্চিত করেছে।
ইবি উপাচার্য জানান, গত বছর গুচ্ছের তালিকায় থাকা ১৯ বিশ্ববিদ্যালয় নিয়েই এ বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়নি।
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫
- ২৭ মার্চ – ‘সি’ ইউনিট
- ৩ এপ্রিল – ‘বি’ ইউনিট
- ১০ এপ্রিল – ‘এ’ ইউনিট
আগামী বছর নির্ধারিত এই তিন দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ইউজিসির সিদ্ধান্তে জানানো হয়েছে।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing