জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আবেদন সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। আসনপ্রতি আবেদন ৬২-এর বেশি। আবেদন চলবে ৫ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। জানুন সব ইউনিটের ভর্তি পরীক্ষা তারিখ, ফি ও যোগ্যতার নিয়ম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫–২৬: আসনপ্রতি আবেদন ৬২ ছাড়াল
১.৭৭ লাখ আবেদন জমা, আরও বাড়বে সংখ্যা শেষ সময় শুক্রবার রাত ১১:৫৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন সংখ্যা আশাতীতভাবে বেড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে মোট ১ লাখ ৭৭ হাজার ৫৭টি আবেদন জমা পড়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আসনপ্রতি আবেদন দাঁড়িয়েছে ৬২ দশমিক ৮৯ জন।
ভর্তি আবেদনের শেষ সময় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট। ফলে আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে ভর্তি কমিটি।
শর্ত পূরণকারীরাই আবেদন করতে পারবেন
গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী—
- ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান
- এবং ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
যেসব শিক্ষার্থী নির্ধারিত যোগ্যতা পূরণ করেছে, তারাই বিভিন্ন ইউনিটে আবেদন করতে পারছে।
আবেদন করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে:
👉 https://admission.jnu.ac.bd
ভর্তি ফি ইউনিটভেদে ভিন্ন
- ইউনিট এ, বি, সি, ডি: ১,০০০ টাকা (সার্ভিস চার্জসহ)
- ইউনিট ই (চারুকলা): ১,২০০ টাকা
বিকাশ, রকেট, সেলফিনসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেয়া যাচ্ছে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি
চারুকলা অনুষদ (ইউনিট–ই)
- ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
- দুপুর ৩টা–৪টা ৩০ মিনিট
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স (ইউনিট–এ)
- ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
- সকাল ১১টা–১২টা
বিজনেস স্টাডিজ (ইউনিট–সি)
- ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
- সকাল ১১টা–১২টা
সামাজিক বিজ্ঞান (ইউনিট–ডি)
- ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
- সকাল ১১টা–১২টা
কলা ও আইন অনুষদ (ইউনিট–বি)
- ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
- বিকাল ৩টা ৩০–৪টা ৩০ মিনিট
অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন হলে এসএমএস ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, আসন বিন্যাস পরে
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে।
আসন বিন্যাস পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing