Headlines

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৬ জানুয়ারি

জবি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেভাবে দেখবেন ফলাফল জবি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেভাবে দেখবেন ফলাফল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে

আজ রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

“আগামী ০৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং যথারীতি অফিস খোলা থাকবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নির্বাচন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *