Headlines

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে জেএমএ সুনামি সতর্কতা জারি করেছে। আওমোরি উপকূলে আঘাত হানা এই কম্পনে আতঙ্ক বেড়েছে পুরো অঞ্চলে।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সমুদ্রের প্রায় ২০ কিলোমিটার গভীরে। একই মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতর (ইউএসজিএস)।

পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে যে, কম্পনের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিকতা বা ক্ষতি দেখা যায়নি। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, শুক্রবারের ভূমিকম্পটি সোমবারের ৭.৫ মাত্রার ভয়াবহ কম্পনের তুলনায় কম শক্তিশালী হলেও জনগণের মধ্যে আতঙ্ক বেড়েছে। সোমবারের ভূমিকম্পে সড়ক ধ্বংস, ভবনের কাচ ভেঙে যাওয়া এবং ৭০ সেন্টিমিটার উঁচু সুনামি ঢেউ সৃষ্টি হয়, যেখানে অন্তত ৫০ জন আহত হন।

এই পরিস্থিতিতে জেএমএ বিরল বিশেষ সতর্কবার্তা জারি করেছে। হোক্কাইডো থেকে টোকিওর পূর্বদিকে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে আরও বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে।

উত্তর-পূর্ব জাপানের মানুষের মনে এখনো রয়েছে ২০১১ সালের ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি, যা প্রায় ১৮,৫০০ মানুষের মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটায়। ২০২৪ সালে জেএমএ নানকাই ট্রাফ এলাকায় সম্ভাব্য ‘মেগাকোয়েক’-এর ঝুঁকি সম্পর্কে বিশেষ সতর্কতা দেয়, যা ঘটলে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষের প্রাণহানি এবং ২ ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে পারে বলে সরকার জানিয়েছে।

এ অবস্থায় অঞ্চলের বাসিন্দারা দুর্যোগ প্রস্তুতি সামগ্রী যেমন বোতলজাত পানি, টর্চ, জরুরি কিট, আসবাবপত্র সুরক্ষার সাপোর্ট পোল ইত্যাদি মজুত করতে শুরু করেছেন। হোক্কাইডোর হাকোদাতে শহরের একটি দোকানে দুর্যোগ কিট ও বোতলজাত পানির বিক্রি তিনগুণ বেড়েছে বলে জানা গেছে।

জাপান প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার”-এর পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়ায় দেশটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত।

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *