স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. দিলু আরা বেগম ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্যখাতে তাঁর অবদান স্মরণীয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম আর নেই। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়, ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন স্বাস্থ্যখাতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর পরিবারের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing