২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২-৩ মাস পিছিয়ে এপ্রিল বা মে মাসে শুরু হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই সম্ভাব্য পরিবর্তনের বিস্তারিত জেনে নিন এখানে।
২-৩ মাস পিছিয়ে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেন পেছাচ্ছে পরীক্ষা?
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষক-কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকেন, তাই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মূলত এই কারণেই পরীক্ষা কয়েক মাস পিছিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে।
পুরনো সূচিতে ফেরার চেষ্টা এবং বর্তমান পরিস্থিতি
উল্লেখ্য যে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষা নিয়মিতভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতো। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২১ সালে পরীক্ষা নভেম্বরে এবং ২০২২ সালে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। এরপর ২০২৩ সালে ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হলেও ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের মাধ্যমে স্বাভাবিক সূচিতে ফেরার চেষ্টা করেছিল বোর্ডগুলো। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে এই ধারাবাহিকতায় আবারও ছেদ পড়ছে।
শিক্ষা বোর্ডের বক্তব্য
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন:
“চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। ওই মিটিংয়েই পরীক্ষার রুটিন ও নির্দিষ্ট তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে আমাদের।”
একনজরে বিগত বছরগুলোর এসএসসি শুরুর তারিখ:
| বছর | পরীক্ষা শুরুর তারিখ |
| ২০২০ | ১ ফেব্রুয়ারি |
| ২০২১ | ১৪ নভেম্বর |
| ২০২২ | ১৫ সেপ্টেম্বর |
| ২০২৩ | ৩০ এপ্রিল |
| ২০২৪ | ১৫ ফেব্রুয়ারি |
| ২০২৬ (সম্ভাব্য) | এপ্রিলের শেষ বা মে মাস |
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing