৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১১৯টি। পছন্দক্রম দাখিল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে পিএসসি।
৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে নন-ক্যাডার পদের প্রার্থীদের পছন্দক্রম দাখিল নিয়ে নতুন নির্দেশনাও জারি করা হয়েছে। দুইটি মন্ত্রণালয়ের নতুন পদ যুক্ত হওয়ায় আগের তুলনায় মোট পদ বেড়েছে ১৪২টি।
রোববার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডে ৬৫৯টি, দশম গ্রেডে ৩,০৪৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টিসহ মোট ৪,১১৯টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর আগে এই সংখ্যা ছিল ৩,৯৭৭টি।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ নভেম্বর ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের জন্য প্রার্থীদের পছন্দক্রম আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১২৪টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৮টি নতুন পদ সংযুক্ত হওয়ায় পরিবর্ধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থী ইতোমধ্যে নন-ক্যাডার পদের পছন্দক্রম দাখিল করেছেন, তারা যদি নতুন সংযোজিত দুটি মন্ত্রণালয়ের পদে আগ্রহী হন, তাহলে নতুন করে পছন্দক্রম দাখিল করতে হবে। অন্যথায় আগের দাখিল করা পছন্দক্রম বহাল থাকবে।
৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের পূর্ণাঙ্গ তালিকা দেখুন।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing