আজ থেকে ১৬ দিন আগে স্বৈরাচার বিরোধী বিব্রেইনারের যে ভিডিওটি সারা দেশ ব্যাপী ভাইরাল হয়েছিল সেটির ভিউ বর্তমানের ৪ লক্ষ ৪৮ হাজার!
ছাত্র আন্দোলনের সময় যখন পুরো নার্সিং কমিউনিটি ভয়ে চুপ ছিলো তখনও আমাদের ছাত্রদের পক্ষে প্রচারনা চালু ছিলো। অনেক নার্সিং গ্রুপ আমাদের আন্দোলনের পোষ্ট গুলো অ্যাপ্রুভ করে নি। Decline করে দিয়েছিল। নার্সিং নেতারা আসলে এক এক জন মেরুদণ্ডহীন।
ভিডিও টি বানিয়েছিল বিব্রেইনারের ভিডিও এডিটর জিসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই পাশে ছিলো নার্স সম্প্রদায়!
