আগস্ট ২০২৪ – নার্সিং ১ম বর্ষ অনলাইন কোর্সের রুটিন প্রকাশ

নার্সিং কলেজ বা Institution সমূহে পড়াশোনার মাধ্যম ইংরেজিতে। পাঠ্য বই গুলো ইংরেজিতে রচিত! অনেক টপিকের কনসেপ্ট বুঝতে ও মনে রাখতে কষ্ট হয় কেবল মাত্র Language Barrier এর জন্য। যত পড়ে স্টুডেন্টরা তত পড়া ভুলে যায়! সহজ জিনিস গুলোও মনে থাকতে চায় না! এর কারণ কি? এর কারণ পড়াটাকে তুমি মাতৃভাষায় এখনো ফিল করতে পারো নি! বাংলা মিডিয়ামে পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছে হুট করে ইংরেজি ভার্সেন পড়া ও পরীক্ষার জন্য ইংরেজিতে উত্তর লেখা খুবই কঠিন একটি কাজ! যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে যায়, নার্সিং এ পড়ার আগ্রহ হারিয়ে ফেলে,  পরীক্ষায় ফেল করে বা অনেকে Drop Out হয়ে যায়!

আর কোন চিন্তা নেই! এই সকল সমস্যার সমাধান করতে আমরা মাতৃভাষা বাংলায় নার্সিং এর জটিল টপিক গুলো বুঝিয়ে মনে রাখার টেকনিক সমূহ শিখিয়ে দিবো। একই সাথে এক্সাম হলে যাতে স্টুডেন্টরা ইংরেজি নির্ভুল ভাবে লিখে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তা শিখিয়ে দেওয়া হবে! ইংরেজিতে দক্ষ করে তুলতে এই কোর্সে আমরা ডেডিকেটেড ইংরেজি স্পোকেন,রিটেন ও ভোকাবুলারি ক্লাস রেখেছি। তার মানে নার্সিং এ পড়ার পুরো জার্নিটাকে একদম সহজ ও মজাদার করতে আমরা প্রস্তুত! প্যারা হীন নার্সিং স্টুডেন্ট লাইফ উপভোগ করতে এখনই কোর্সে ভর্তি হয়ে যাও।

DateLecturerLive Class TimeSubjectClass Topics
11/08/2024রবিবারNabila Mamসন্ধ্যা ৬ টাBehavioral Science1. Introduction of Social Science & Sociology 2. Soiety & Community 3. Social Process
12/08/2024সোমবারKakon Mamসন্ধ্যা ৬ টাPhysiologyActive transport and Haemostasis
13/08/2024মঙ্গলবার
14/08/2024বুধবারTamim Sirরাত ৯ টাMicrobiologyBasic Virology ( Virus )
15/08/2024বৃহস্পতিবারSojib Sir DUরাত ৯ টাCommunicative EnglishRight form of Verbs
16/08/2024শুক্রবাররাত ১০ টায় সাপ্তাহিক এক্সাম
17/08/2024শনিবারAnisuzzaman Sirরাত ৮ টাAnatomyHuman Anatomy Basic – Bones
18/08/2024রবিবারNabila Mamসন্ধ্যা ৬ টাFundamentals of Nursing1. Introduction to the Nursing Profession 2. Person & Basic Human Need
19/08/2024সোমবারKakon Mamসন্ধ্যা ৬ টাPhysiologyHuman Blood
20/08/2024মঙ্গলবার
21/08/2024বুধবারTamim Sirরাত ৯ টাMicrobiologyIntroduction to Parasitology in Bangla
22/08/2024বৃহস্পতিবারAnisuzzaman Sirরাত ৮ টাAnatomyHuman Anatomy Basic – Muscles
23/08/2024শুক্রবাররাত ১০ টায় সাপ্তাহিক এক্সাম
24/08/2024শনিবারSojib Sir DUরাত ৯ টাCommunicative EnglishNarration
25/08/2024রবিবারNabila MamFundamentals of Nursing3. Environment 4. Health & 5. Nursing
26/08/2024সোমবারKakon Mamসন্ধ্যা ৬ টাPhysiologyCardiovascular System
27/08/2024মঙ্গলবারTamim Sirরাত ৯ টাBasic ScienceIntroduction To Science of Biology
28/08/2024বুধবারTamim Sirরাত ৯ টাMicrobiologyMicrobes & Human Disease
29/08/2024বৃহস্পতিবারAnisuzzaman Sirরাত ৮ টাAnatomyBones of Thorax
30/08/2024শুক্রবারTamim Sirরাত ৯ টাPharmacology 1st Year MidwiferyDrug Absorption & Distribution + Bioavailability + রাত ১০ টায় সাপ্তাহিক এক্সাম
31/08/2024শনিবারSojib Sir DUরাত ৯ টাCommunicative EnglishTransformation of Sentence

প্রশ্নঃ বিব্রেইনার অ্যাপের পেইড ১ম বর্ষ ফাউন্ডেশন কোর্সে কিভাবে যুক্ত হব? 

উত্তরঃ প্রথমে তোমাকে বিব্রেইনার অ্যাপ ডাউনলোড করতে হবে Google Play Store থেকে > এর পর তোমার মোবাইল নাম্বার দিয়ে Login করবে > তারপর সেই মোবাইল নাম্বারটি বিব্রেইনার নার্সিং স্কুল পেইজে ইনবক্সে ম্যাসেজ করে দিবে > এর পর বিব্রেইনারের স্টাফরা তোমার নাম্বার টি পেইড কোর্সে যুক্ত করে দিলেই তুমি কোর্সে এখন পর্যন্ত দেওয়া সকল রেকর্ডেড ক্লাস, পি ডি এফ নোট ও এক্সাম দেখোতে পারবে। 

প্রশ্নঃ লাইভ ক্লাস কিভাবে ও কোথায় হবে? 

উত্তরঃ লাইভ ক্লাস Zoom অ্যাপ + ইউটিউবে হবে। শুধুমাত্র কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্ট রা লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জুম লিংক পাবে প্রতি ক্লাসের আগে ১ম বর্ষ ফাউন্ডেশন কোর্সের নোটিশ গ্রুপে। জাস্ট রুটিন অনুযায়ী ক্লাস শুরুর আগে যে জুম লিংক দেওয়া হবে সে লিংকে ক্লিক করেই সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে। 

প্রশ্নঃ রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? 

উত্তরঃ লাইভ ক্লাস শেষ সবার ৪-৫ ঘণ্টা পর নোটিশ গ্রুপ ও বিব্রেইনার অ্যাপের নির্দিষ্ট সাবজেক্ট এর সেকশনে রেকর্ডেড ক্লাসটি দেখোতে পারবে আনলিমিটেড বার। 

প্রশ্নঃ জাস্ট ১ মাসের রুটিন পেয়েছি বাট বাকি মাসের রুটিন কোথায়? 

উত্তরঃ ১ম বর্ষের ফাউন্ডেশন কোর্সের মেয়াদ ১২ মাস। এই ১২ মাসে ১২ টি রুটিন দেওয়া হবে। প্রতি মাসের শুরুতে উক্ত মাসে যে যে বিষয়ের লাইভ ক্লাস হবে তার রুটিন দেওয়া হবে। রুটিন পাবে বিব্রেইনার অ্যাপে বা কোর্সের মেইন নোটিশ গ্রুপে Pinned মেসেজ এ। 

প্রশ্নঃ রুটিনে অমুক সাবজেক্ট এর তমুক ক্লাস নেই সেগুলোর উপর কি হবে না ক্লাস? 

উত্তরঃ অবশ্যই হবে। ১ম বর্ষ ফাউন্ডেশন কোর্সে BSc, Diploma & Midwifery এর সকল বিষয়ের ক্লাস হবে। সেভাবেই আমাদের কারিকুলাম সাজানো। কোন এক মাসে যদি নির্দিষ্ট কোন বিষয়ের ক্লাস রুটিনে না থাকে তার মানে সে বিষয়ের ক্লাস পরবর্তী মাসে হবে।আগামী ১২ মাসে ৩ কোর্সের সকল গুরুত্বপূর্ণ ক্লাস ই লাইভ বা রেকর্ডেড ভার্সনে দেওয়া হবে।  রুটিনে সে ক্লাস গুলোই প্রায়োরিটি পাবে যেগুলো স্টুডেন্টরা একা একা পড়তে সমস্যা হয়। 

প্রশ্নঃ নির্দিষ্ট কোন টপিক বা বিষয় বুঝতে সমস্যা হলে কিভাবে হেল্প পাবো? 

উত্তরঃ পড়াশোনা রিলেটেড যেকোন সমস্যা সমাধানে আমাদের বিব্রেইনারে রয়েছে এক্সপার্ট ডেডিকেটেড স্টুডেন্ট Advisor Panel. পড়তে গিয়ে যখনই যে টপিকে সমস্যা হবে তা ডিসকাশন গ্রুপে জানালে আমাদের Advisor  টিমের সদস্যরা সেটি সমাধান করে দিবে।সবসময়  সাথে সাথে সমাধান না পেলে অপেক্ষা করতে হবে সমাধানের জন্য। আমাদের টিমের সদস্যা রা অবশ্যই তা সমাধান করে দিবে। 

প্রশ্নঃ ডিসকাশন গ্রুপে স্টুডেন্ট রা আজাইরা অনেক কথা বলে, এতে আমার ডিস্টার্ব হয় কি করবো এখন? উত্তরঃ এ ক্ষেত্রে তোমার করনীয় হলো ডিসকাশন গ্রুপ মিউট করে রাখা।অফিসিয়াললি আমাদের সকল আপডেট ও নোটিশ ফাউন্ডেশন কোর্সের নোটিশ গ্রুপে পাবে। তার মানে কোন গুরুত্বপূর্ণ নোটিশ ই তোমার মিস হবে না।

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ 

📲 FB Message URL:  http://m.me/107474017326176

📞 Telegram: https://t.me/bebrainerltd

🎥 Whatsapp: https://wa.me/+8801796636922

 📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099 

📲 Website: https://www.bebrainer.app/🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

🔥 ফাউন্ডেশন কোর্সের নিয়ম-কানুনঃ

  • ⚡️ কোর্স ফি ( ১ বছরের জন্য – এককালীন ৩৫০০/- )
  • ⚡️ কোর্স ফি অফেরতযোগ্য।
  • ⚡️ কোর্স ডিউরেশনঃ ১ বছর
  • ⚡️ কিস্তির সুযোগ নেই।
  • ⚡️ সাপ্তাহিক ৫ -৬ দিন লাইভ ক্লাস।

🔥 ক্লাস ও এক্সাম সংখ্যাঃ

🌟 টপিক ভিত্তিক রেকর্ডেড ক্লাস 100 টি।

  • 🌟 টপিক ভিত্তিক মোট লাইভ ক্লাস 100 টি।
  • 🌟 মোট প্র্যাকটিস এক্সাম 100 টি।
  • 🌟 ইয়ার ফাইনাল এর প্রশ্ন সমাধান।

🔥 Payment Terms:

** সরাসরি অ্যাপ থেকে নিজেই ভর্তি হতে পারবে। সাথে সাথেই কোর্সের এক্সেস পেয়ে যাবে

** বিকাশ বা নগদের দোকান থেকেও কোর্স ফি পাঠাতে পারবে।

** অফিসিয়াল বিকাশ মার্চেন্ট নাম্বার = 01792538938 ( এই নাম্বারে সেন্ড মানি করা যাবে না, পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে )

** বিকাশ পার্সোনাল নাম্বার = 01988054815 ** Nagad Personal = 01796636922

** Course Fee Fixed.

🔥 কাদের জন্য এই কোর্সঃ

  • 👩🏽‍💼 সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউট এ পড়ুয়া ১ম বর্ষের শিক্ষার্থীরা।
  • 👩🏽‍💼 বি এস সি, ডিপ্লোমা ও মিডওয়াইফারি সকলের জন্য ডিজাইন করা এই কোর্সটি।
  • 👩🏽‍💼 যারা নার্সিংএর বেসিক স্ট্রং করতে চায়।
  • 👩🏽‍💼 ইয়ার ফাইনাল দিবে এ রকম শিক্ষার্থীরা।
  • 👩🏽‍💼 বছরের যেকোন সময় ভর্তি হওয়া যাবে। সকল ক্লাস অ্যাপে রেকর্ড থাকবে।

👩‍🏫কোর্স টিচারঃ 

  • ডাঃ আনিসুজ্জামান স্যার 
  • ডাঃ কাকন ম্যাম 
  • ডাঃ সাগরিকা ম্যাম 
  • RN নাবিলা ম্যাম ( BSMMU )
  • RN কায়সার স্যার  
  • সজীব স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights