ঢাকা বিশ্ববিদ্যালয় “খ” ( মানবিক ) | University of Dhaka Admission Test 2025
“খ” ইউনিটে যারা পরীক্ষা দিতে পারবেঃ
১. মানবিক – আসন সংখ্যা ১৭০৭ টি
২. বিজ্ঞান – আসন সংখ্যা ৯৪৪ টি
৩. ব্যবসায় শিক্ষা – আসন সংখ্যা ২৮৩টি
সব মিলিয়ে খ ইউনিটে সিট সিট সংখ্যা – ২৯৩৪ টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা :
১। বিজ্ঞান : মোট ৮(ন্যূনতম ৩.৫)
২। মানবিক: মোট ৭.৫ (ন্যূনতম ৩)
৩।ব্যবসায় শিক্ষা: মোট ৭.৫ (ন্যূনতম ৩)
কি কি সাব্জেক্টে পরীক্ষা হবেঃ
১. Bangla – 35 marks (MCQ-15+ Written- 20)
2. English – 35 marks (MCQ-15+ Written- 20)
3. General Knowledge – 30 marks (Only Mcq)
বিঃদ্রঃ প্রতি বছর কম GPA নিয়েও অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে। তুমি চেষ্টা করলে তুমিও পারবে ইনশাআল্লাহ।