নার্সিং এ সম্পুর্ন শিক্ষাক্রম ইংলিশ মিডিয়ামের। এক্ষেত্রে বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে আসায় ইংলিশ নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা কাটিয়ে উঠতে কিছু কার্যকরী কৌশল:
🔰নতুন শব্দ গুলোর অর্থ জানা:
পড়া শুরু করলেই বেশ কিছু অপরিচিত শব্দ পাওয়া যাবে যেগুলোর অর্থ আমাদের অজানা। প্রথমেই এই অজানা শব্দ গুলোর অর্থ জানতে হবে। এক্ষেত্রে ক্লাস টিচার বা ডিকশনারির সাহায্য নেওয়া যেতে পারে। যে ইংলিশ ওয়ার্ড গুলোর অর্থ অজানা সেগুলোর অর্থ ঐ ওয়ার্ডটির পাশে লিখে রাখলে প্রতিবার পড়ার সময় সেটি নজরে আসবে। এতে করে পড়ার সময় অর্থ বুঝে পড়তে সুবিধা হবে। ওয়ার্ড গুলোর ইংরেজি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ জেনে রাখার চেষ্টা করলে ভোকাবুলারি বৃদ্ধি পাবে। এতে করে ইংরেজির ভিত্তি আরো মজবুত হবে।
🔰বানান নিয়ে সতর্কতা:
অনেক সময় পরিক্ষা গুলোতে বানান ভুলের কারনে মার্ক কাটা যায়। এক্ষেত্রে যে বানান গুলো কঠিন লাগছে এবং ভুল যাচ্ছে সেগুলোকে চিহ্নিত করে বার বার প্রাকটিস করলে সঠিক বানান গুলো সহজেই আয়ত্তে আসবে।
🔰কোড ওয়ার্ড গুলোর অর্থ জানা:
নার্সিং এর বইয়ে, ডক্টরদের প্রেসক্রিপশনে বিভিন্ন কোড ওয়ার্ড ব্যবহার করা হয়। সেগুলো পূর্ণরূপ এবং বাংলা অর্থ জানতে হবে। প্রয়োজনে সেগুলো নোট করে রাখতে হবে।
🔰ইংলিশ শোনা এবং বলা:
ক্লাস সহ আরো বিভিন্ন উৎস থেকে প্রতিদিন কিছু ইংলিশ লেকচার শোনার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে নিজেও সেগুলো বলার। যে কথা বাংলায় বলা হচ্ছে চেষ্টা করতে হবে সেটা ইংলিশে ট্রান্সলেট করে বলার এতে ইংলিশ শোনা এবং বলার দক্ষতা বাড়বে।
🔰ইংলিশ পড়া এবং লেখা:
নার্সিং এর বই গুলো ইংলিশে হওয়ায় আপনি সহজেই ইংলিশ পড়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া আপনি ইংলিশ বিভিন্ন পেপার বা সাহিত্য পড়তে পারেন। এতে আপনার ইংলিশ পড়ার দক্ষতা বাড়বে। প্রতিদিন চেষ্টা করুন ইংলিশে কোনো বিষয়ের উপর প্যারাগ্রাফ লেখার। যা আপনার ইংলিশ লেখার দক্ষতা বৃদ্ধি করবে।
🔰ইংলিশ গ্রামার:
ইংলিশ গ্রামার আয়ত্ত করার চেষ্টা করুন। এবং সেটা আপনার ইংলিশ শোনা, বলা, লেখা ও পড়ার ক্ষেত্রে প্রয়োগ করুন যা আপনার ইংলিশ এর দক্ষতা বৃদ্ধি করবে।
বাংলা আমাদের মাতৃভাষা। নিয়মিত চর্চার অভাব এবং আরো কিছু কারনে ইংলিশ আমাদের কাছে কিছুটা কঠিন বটে। তবে নিয়মিত চর্চা ও ধৈর্য ধরে কাজ করলে ইংরেজিতে দক্ষতা অর্জন অবশ্যই আপনার পক্ষে সম্ভব।
–নাফিসা আহম্মদ
বিএসসি ইন নার্সিং
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বিব্রেইনার মডারেটর টিম