এক নজরে নার্সিং ভর্তি, লেখাপড়া ও ক্যারিয়ার ২০২৫

এক নজরে নার্সিং ভর্তি, লেখাপড়া ও ক্যারিয়ার |

ভর্তি যোগ্যতা:

  • SSC 2020/2021/2022 & HSC 2022/2023/2024
  • BSc in Nursing : শুধুমাত্র Science থেকে SSC GPA কমপক্ষে 3.00, এবং HSC GPA কমপক্ষে 3.00 এবং SSC+HSC মোট GPA কমপক্ষে 7.00 এবং জীববিজ্ঞানে কমপক্ষে 3.00 থাকতে হবে।
  • Diploma in Nursing/Midwifery : Science/Commerce/Arts থেকে SSC GPA কমপক্ষে 2.50, এবং HSC GPA কমপক্ষে 2.50 এবং SSC+HSC মোট GPA কমপক্ষে 6.00 থাকতে হবে।
  • BSc in Nursing 04 Years + Internship 6 months, Hons equivalent (অনার্সের সমমানের)। জেনারেল বিসিএস দেওয়া যায়।
  • Diploma in Nursing/Diploma in Midwifery 3 years + Internship 6 months (অনার্সের সমমানের নয়)। ডিপ্লোমাদের বিসিএস দেওয়ার সুযোগ নেই।
  • ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। ভুল দাগালে অতিরিক্ত নম্বর কাটা যাবে না।
  • পরীক্ষা ১০০ নম্বরের mcq exam! OMR পেপারে বৃত্ত ভরাট করতে হয়।
  • মানবন্টন :
    BSc – বাংলা ২০, ইংরেজি ২০, বেসিক গণিত ১০, সাধারণ জ্ঞান ২০, পদার্থ ১০, রসায়ন ১০ ও জীববিজ্ঞান ১০।
    ডিপ্লোমা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, সাধারণ জ্ঞান ২৫ ও বিজ্ঞান ২৫।
  • সরকারি নার্সিং কলেজে ২% মুক্তিযোদ্ধা কোটা, ১% উপজাতি কোটা এবং ৯৭% মেধার ভিত্তিতে ভর্তি করানো হবে।
  • বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চাইলে, সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ১০০ তে ৪০+ পেতে হবে।
  • সরকারিতে ফ্রি, বেসরকারিতে পড়তে টাকা লাগে মেইনলি। এছাড়া কোনো পার্থক্য নেই। তবে, চাকরির ক্ষেত্রে সবার সেইম প্রতিযোগিতা। চাকরি হবে মেধার ভিত্তিতে।
  • বিএসসি শেষে, মাস্টার্স ও পিএইচডি করা যাবে।
  • ডিপ্লোমা শেষে ২ বছরের পোস্ট বেসিক বিএসসি কোর্স করে মাস্টার্স এবং পরবর্তীতে পিএইচডি করা যাবে।
  • বিএসসি বা ডিপ্লোমা ইন নার্সিং কোর্স শেষে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশ সহ বিভিন্ন দেশে নার্স হিসেবে যাওয়া যায়। তবে সেক্ষেত্রে IELTS এবং ঐ দেশের নার্সিং লাইসেন্স/রেজিষ্ট্রেশন পরীক্ষায় পাস করতে হয়।
  • দেশের বাইরে মাস্টার্স বা পিএইচডি করার জন্য যাওয়া যায় তবে সেক্ষেত্রে ইংরেজি দক্ষতা IELTS, কাজের অভিজ্ঞতা এবং অধিক যোগ্যতাসম্পন্ন candidate’দের স্কলারশিপের জন্য priority দেওয়া হয়।
  • সরকারি কিংবা বেসরকারি নার্সিং কলেজ থেকে বিএসসি বা ডিপ্লোমা নার্সিং/মিডওয়াইফারি কোর্স শেষে শুরুতে সবাই যেকোনো বেসরকারি হাসপাতালে চাকরি করে থাকে। কোনো নার্সিং কলেজ আপনাকে চাকরি দিয়ে দিবে বিষয়টা এমন নয়। চাকরি সবার মেধা ও অভিজ্ঞতা ও বিভিন্ন যোগ্যতার উপর নির্ভর।
  • বেসরকারি নার্সিং এ শিক্ষকতা পেশায় যাওয়া যায়, বিএসসি (ইন্সট্রাক্টর) বা মাস্টার্স (লেকচারার) শেষে, সেক্ষেত্রে ইংরেজি দক্ষতা, একাডেমিক রেজাল্ট, মেধা, টিচিং এবিলিটি সহ অন্যান্য যোগ্যতা থাকতে হয়।
  • সরকারি নার্সিং কলেজে শিক্ষকতা পেশায় যাওয়া অনেক জটিল। সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে চার বছর কাজের অভিজ্ঞতার পরে সংযুক্তির মাধ্যমে নার্সিং ইন্সটিটিউট বা কলেজে ইন্সট্রাক্টর পদে যাওয়া যায়। উল্লেখ্য, সরকারি নার্সিং কলেজে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হয় না।
Verified by MonsterInsights