স্টেথোস্কোপ সম্পর্কে জানা আছে কি???

আজ বলবো চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ স্টেথোস্কোপ নিয়ে। চিকিৎসাবিজ্ঞানের সাথে জড়িত সকলেই এটি চিনি। তবে শুধু চিনলেই হবে না, বিশদ জ্ঞান থাকা অবশ্যই জরুরি। নার্সিং ক্যারিয়ারেও এটি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্টেথোস্কোপ কি – স্টেথোস্কোপ শব্দটি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। প্রথম অংশ “স্টেথোস”, যার অর্থ “বুক”। দ্বিতীয় অংশ “স্কোপোস”, এর অর্থ “পরীক্ষা করা বা খোঁজ করা”। এটি মূলত হৃৎস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে ব্যবহার করা হয়। এই স্পন্দন বা শব্দের মাধ্যমে চিকিৎসক হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা বোঝার চেষ্টা করেন। এ ছাড়া এটি দিয়ে অন্ত্র, ধমনি ও শিরার রক্ত চলাচলের শব্দও শোনা যায়। এভাবে শরীরের শব্দ শুনে রোগ নির্ণয়ের বিষয়টিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় অসকাল্টেশন (Auscultation)

স্টেথোস্কোপের বিভিন্ন অংশ – এতে সাধারণত যেসব অংশ থাকে তা হলো :

১) ইয়ারপিস – রবারের সাহায্যে গঠিত এই অংশটি মূলত কানে শব্দগ্রাহক হিসেবে কাজ করে।

২) ইয়ার টিউব – ইয়ারপিসের পরবর্তী অংশ এটি, ইয়ারপিসে শব্দ পৌঁছে দেয়।

৩) টিউব – এটি চেস্টপিসের সাথে সংযোগ স্থাপন করে।

৪) চেস্টপিস – এটি হৃৎস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের শব্দ গ্রহণ করে। ডুয়াল হেড স্টেথোস্কোপ হলে, এতে ডায়াফ্রাম এবং বেল থাকবে।

স্টেথোস্কোপের প্রকারভেদ – কাজের ধরন অনুযায়ী স্টেথোস্কোপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন:
১) আমাদের দেশের চিকিৎসকদের সাধারণত যে ধরনের স্টেথোস্কোপ ব্যবহার করতে দেখা যায়, তাকে বলে অ্যাকুস্টিক স্টেথোস্কোপ (Acoustic Stethoscope)

২) অনেক সময় আশপাশের শব্দের কারণে হার্টবিট বা শ্বাসের শব্দ ঠিকভাবে শোনা যায় না। এই অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে নিখুঁত শব্দ শুনতে ব্যবহৃত হয় নয়েজ রিডাকশন স্টেথোস্কোপ (Noise Reduction Stethoscope)

৩) শব্দতরঙ্গকে বহুগুণে বর্ধিত করে জোড়ালো ও পরিষ্কার শব্দে রূপান্তরিত করে ইলেকট্রনিক স্টেথোস্কোপ (Electronic Stethoscope)

৪) এক ধরনের স্টেথোস্কোপ আছে, যার সাহায্যে শব্দ ধারণ করে রাখা যায় ও পরবর্তী সময়ে প্রয়োজনমতো ধারণকৃত শব্দ নিরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়। একে বলে রেকর্ডিং স্টেথোস্কোপ (Recording Stethoscope)

৫) ভ্রূণের হৃৎকম্পন শোনার জন্য বিশেষ এক ধরনের স্টেথোস্কোপ ব্যবহার করা হয়। যাকে বলে ফিটাল স্টেথোস্কোপ (Fetal Stethoscope)

Nurani Bashir Oma
College of Nursing, Sher-E-Bangla Nagar, Dhaka (BSc in Nursing)
Senior Student Advisor, BeBrainer.

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ

📲 FB Message URL: http://m.me/107474017326176
📞 Telegram: https://t.me/bebrainerltd
🎥 Whatsapp: https://wa.me/+8801796636922
📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099
📲 Website: https://www.bebrainer.app/
🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights