নার্সিং কলেজ গুলোর সিট সংখ্যা এবং যাবতীয় সুযোগ-সুবিধা সমূহ

📍 জেনে নেও নার্সিং সম্পর্কে গুরুত্বপূর্ণ এই তথ্য গুলো :

🔰সরকারি নার্সিং কলেজ সংখ্যা –
▪️ডিপ্লোমা ইন নার্সিং – ৪৯ টি
▪️ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – ৬২ টি
▪️বিএসসি ইন নার্সিং – ২০ টি

🔰সরকারি নার্সিং কলেজে আসনসংখ্যা –
▪️ডিপ্লোমা ইন নার্সিং – ২৮৫৫
▪️ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – ১৮২৫
▪️বিএসসি ইন নার্সিং – ১৫০৫

🔰সরকারি সরকারি কলেজে পড়ার খরচ-

▪️ভর্তির সময় কলেজ ভেদে ৬ – ১০ হাজার টাকা লাগবে।
▪️ফরম ফিল আপ ২০০০ – ৬০০০ টাকা
▪️বই কিনা বাবদ – ২ হাজার টাকা
▪️ হোস্টেল থাকা ফ্রি, খাওয়া খরচ তোমার দিতে হবে।

🔰নার্সিং কলেজে তুমি স্টাইপেন্ড পাবে-
▪️প্রতি মাসে ১৭০০ – ২০০০ টাকা
▪️গড়ে ৩ বছরে – ১৮৫০×৩×১২= ৬৬,৬০০ টাকা। কারণ প্রথম বছরে পাবে ১৭০০ টাকা। দ্বিতীয় বছরে পাবে ১৮০০ টাকা। তৃতীয় বছরে পাবে প্রতিমাসে ১৯০০ টাকা। চতুর্থ বছরে পাবে প্রতিমাসে ২০০০ টাকা ।

🔰ট্রেইনিং/ইন্টার্নশীপ চলাকালীন প্রতিমাসে পাবে ৬০০০ টাকা।
৬ মাসে পাবা ৩৬০০ টাকা।

🔥 বেসরকারি নার্সিং কলেজে পড়ার খরচ-
▪️কলেজে খরচ – ২ বা ৩ লাখ টাকা।(তিন বছরে)
▪️থাকা ও খাওয়া খরচ ৫০০০×১২= ৬০ হাজার। তিন বছরে ১লাখ ৮০ হাজার টাকা।
▪️ট্রেইনিং/ইন্টার্নশীপ করার সময় তোমাকে ৬ মাসের জন্য মিনিয়াম আরো ৩৬০০০ টাকা লাগবে হবে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের টাকা নেয়।

এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোথায় পড়তে চাও।

📍 একটি কথা, আমরা পড়াশোনা করি, নিজের সুনিশ্চিত ক্যারিয়ার করার জন্য। তুমি একটু ভেবে দেখো এখন যদি তুমি ১০০ নাম্বার থেকে ভালো নাম্বার পেয়ে সরকারি কলেজে চান্স নিতে না পারলে পরবর্তী সময় সরকারি চাকরির পরীক্ষায় টিকতে পারবা না ।

তাই মেধাবী নয়,পরিশ্রমী হও। সফলতা তোমারই হবে, ইন-শা-আল্লাহ।
তাই আরো বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করতে পারো ।

–নাফিসা আহম্মদ
বিএসসি ইন নার্সিং
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বিব্রেইনার মডারেটর টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *