ঐশ্বর্য বিশ্বাস, স্টুডেন্ট এডভাইসর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীন পরিচালিত চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা ও তত্ত্বাবধান কমিটির সভাপতি অধ্যাপক শাহিনুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ মে লিখিত ও ২৬ – ২৭ মে মৌখিক দুইধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলমান থাকবে। ভর্তি পরীক্ষায় বাংলা,ইংরেজি,সাধারণ জ্ঞান, বিজ্ঞান ( পদার্থ,রসায়ন, জীব), গণিত বিষয়ে এম সি কিউ পদ্ধতিতে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষা দেবার সুযোগ পাবে। লিখিত পরীক্ষা শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শাহাবাগে এবং মৌখিক পরীক্ষা গ্রাজুয়েট নার্সিং বিভাগ, একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা ২৪ মে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ( https://bsmmu.ac.bd/) প্রকাশ করা হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ মে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হবে।
উল্লেখ্য যে, বিএসএমএমইউ তে শুধুমাত্র বিএসসি ইন নার্সিং এর সুযোগ রয়েছে ডিপ্লোমা বা মিডওয়াইফারি নার্সিং এর সুযোগ নেই।
প্রতিবারের ন্যায় এবারেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রদান করা হবে। এবছর কোটায় ৫% আসন উপজাতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।