ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল এক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইউনিট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। জানুন আসন সংখ্যা ও প্রতিযোগিতার চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,
“সাধারণত ভর্তি পরীক্ষার ফল এক মাসের মধ্যেই প্রকাশ করা হয়। এবারও আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তবে ফলাফল যদি আগেই প্রস্তুত করা সম্ভব হয়, তাহলে নির্ধারিত সময়ের আগেই প্রকাশ করা হবে।”
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন সংখ্যা ২,৯৩৪টি। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে কেন্দ্র ছিল—
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing