Headlines

বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ২০২৫-২৬ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সব অনুষদের ফলাফল, দেখার নিয়ম ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার তথ্য জানুন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে একযোগে সব অনুষদের ফল প্রকাশ করে।

এর আগে গত ১৫ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখেই ফল প্রকাশের ঘোষণা দিয়েছিল বিইউপি কর্তৃপক্ষ, যা আজ বাস্তবায়িত হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জানুয়ারি ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়। পরদিন ১০ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৭ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

সকল পরীক্ষা সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন বিইউপির নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.bup.edu.bd) প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রম, মৌখিক পরীক্ষা ও অন্যান্য নির্দেশনা পর্যায়ক্রমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

➡️ নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *