Headlines

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কবে? যা জানালেন ডিন

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কবে? যা জানালেন ডিন ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কবে? যা জানালেন ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল ২০২৫-২৬ কবে প্রকাশ হবে? ডিনের বক্তব্য, আসন সংখ্যা, প্রতিযোগিতা ও কেন্দ্রভিত্তিক তথ্য জানুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারির শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষ। সবকিছু রেডি আছে। যত দ্রুত সম্ভব আমরা ফল প্রকাশ করব। আশা করছি, চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা যাবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) হবে চলতি মাসের শেষ কর্মদিবস। সে হিসেবে আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ৬০ জন ভর্তিচ্ছু।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে নতুন সময়সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর পরীক্ষা গ্রহণ করা হয়।

➡️ নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *