রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ অনুষ্ঠিত হচ্ছে ২২ জানুয়ারি। ১,২৩৫ আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ১৯,৯২০ শিক্ষার্থী। কেন্দ্র, সময়সূচি ও নির্দেশনা জানুন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। এ বছর মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ১৯ হাজার ৯২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ১৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় নামছেন।
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি কেন্দ্রে
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
- রুয়েট ক্যাম্পাস
সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ৪০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত–স্থানিক ধীশক্তি মূল্যায়ন পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত শুধু রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে—
- উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি
- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের ক্ষেত্রে গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি
পরীক্ষাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
কর্তৃপক্ষের বক্তব্য
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান,
“রুয়েট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এবার দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।”
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন,
“ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
➡️ নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing