NURSING TERMINOLOGY | নার্সদের জন্য গুরুত্বপূর্ণ ৭০ টি শব্দ ও ব্যাখ্যা

অনেক সময় প্রেসক্রিপশন লেখার জন্য অথবা প্রেসক্রিপশন বোঝার জন্য শব্দগুলো প্রয়োজন হয়ে পড়ে। নার্সিং ক্যারিয়ারে তাই অবশ্যই এগুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরী………

  1. ARF— Acute Renal Failure— তীব্র কিডনি বিকল।
  2. ARDS— Acute Respiratory Distress Syndrome— তীব্র অক্সিজেন স্বল্পতা জনিত শ্বাসতন্ত্রের জটিলতা।
  3. AMI— Acute Myocardial Infarction— তীব্র হৃদরোগ জনিত কারণে হৃৎপেশীর মৃত্যু।
  4. ARI— Acute Respiratory Infection— তীব্র শ্বাসতন্ত্রের প্রদাহ।
  5. ALL— Acute Lymphoblastic Leukemia— তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
  6. AML— Acute Myelogenous Leukemia— তীব্র মায়েলোজেনাস লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
  7. AAA— Abdominal Aortic Aneurysm— অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া। (BeBrainer Nursing Ltd.)
  8. A.N— Anxiety Neurosis— একধরনের মানসিক রোগ। অকারণ উদ্বিগ্নতা।
  9. ASCVD— Atherosclerosis Cardiovascular Disease— ধমনীর রক্তপ্রবাহ জনিত কারণে হৃদরোগ।
  10. B/C— Vitamin B Complex.
  11. CKD— Chronic Kidney Disease— দীর্ঘস্থায়ী কিডনী রোগ।
  12. COPD— Chronic Obstructive Pulmonary Disease— ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতামূলক রোগ।
  13. CML— Chronic Myelogenous Leukemia— দীর্ঘস্থায়ী মায়েলোজেনাস লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
  14. CBC— Complete Blood Count.(BeBrainer)
  15. CVA— Cerebrovascular Accident— স্ট্রোক।
  16. D & C— Dilatation & Curettage— একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী। এতে জরায়ু মুখ সম্প্রসারিত করে জরায়ুর অভ্যন্তর অপসারণ করা হয়।
  17. DNS— Deviated Nasal Septum— নাকের মাঝখানের নরম অস্থির বিচ্যুতি।
  18. DUB— Dysfunctional Uterine Bleeding— জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরণ।
  19. DM— Diabetes Mellitus— ডায়াবেটিস মেলিটাস।
  20. DU— Duodenal Ulcer— ডিওডেনামের ক্ষত।
  21. E.D— Erectile Dysfunction— লিঙ্গোত্থানজনিত গোলযোগ।
  22. Fx— Fracture— হাড় ভেঙে যাওয়া। (বিব্রেইনার)
  23. GBS— Guillain-Barre Syndrome— গুইলয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
  24. GU— Gastric Ulcer— পাকস্থলীর ক্ষত।
  25. GU— Genital Ulcer— জননাঙ্গের ক্ষত। (Page: BeBrainer Nursing Ltd.)
  26. GERD— Gastro-esophageal Reflux Disease— পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লাক্স জনিত উপসর্গ।
  27. GIT— Gastro-intestinal Tract— পরিপাক নালী।
  28. H/O— History of— রোগ বা দূর্ঘটনা সংঘটিত হওয়ার পূর্ব ইতিহাস।
  29. HTN— Hypertension— উচ্চরক্তচাপ।
  30. IDDM— Insulin Dependent Diabetes Mellitus— ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
  31. IBS— Irritable Bowel Syndrome— অন্ত্রের বিশেষ ধরনের রোগ লক্ষণের সমষ্টি। (BeBrainer)
  32. IBD— Irritable Bowel Disease/ Inflammatory Bowel Disease— অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
  33. IHD— Ischemic Heart Disease— হৃৎপিন্ডে “ইস্কেমিয়া” জনিত রোগ।
  34. IUCD অথবা শুধু CD— Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device— জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরণ যন্ত্র বিশেষ। যেমন “copper t”।
  35. LAP— Lower Abdominal Pain— তলপেটে ব্যথা।
  36. LBP— Low Back Pain— মাজাব্যথা।
  37. LVeF— Left Ventricle Failure— বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
  38. MRM— Medical Menstrual Regulation— ঋতুস্রাব নিয়মিতকরণের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুণ নষ্ট করার পদ্ধতি।
  39. MDS— Myelodysplastic Syndrome— অস্থিমজ্জার ক্যান্সার জনিত রোগ। অপরিণত রক্তকোষগুলো পরিণত হয় না।
  40. MVP— Mitral Valve Prolapse— মাইট্রাল কপাটিকা ফুলে যাওয়া।
  41. MI— Myocardial Infarction— একপ্রকার হৃৎপিন্ডের রোগ। হৃৎপেশীর মৃত্যু।
  42. NIDDM— Non-Insulin Dependent Diabetes Mellitus— ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
  43. NSAID— Non-Steroidal Anti-Inflammatory Drugs— এলোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
  44. NS— Nephrotic Syndrome— কিডনী সংক্রান্ত রোগ।
  45. OA— Osteo-arthritis— অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
  46. P/C— Paracetamol. (BeBrainer)
  47. PE— Pulmonary Embolism— ফুসফুসের রক্তপ্রবাহ জনিত বাধা।
  48. PCOS— Polycystic Ovary Syndrome— পলিসিস্টিক ওভারি সিনড্রোম। (বিব্রেইনার)
  49. PUO— Pyrexia of Unknown Origin— যে জ্বরের কারণ নির্ণয় করা যায় না।
  50. PME— Premature Ejaculation— সময়ের পূর্বে বীর্যপতন/শীঘ্রপতন।
  51. PME— Premenstrual Exacerbation— ঋতুস্রাবের পূর্বের তীব্রতা/ অন্য ব্যধির লক্ষণগুলো খারাপ হওয়া।
  52. PMDD— Premenstrual Dysphoric Disorder— ঋতুস্রাব পূর্ববর্তী লক্ষণসমূহের গুরুতর রূপ। ঋতুস্রাব জনিত কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতিকে বুঝায়।
  53. PMS— Premenstrual Syndrome— ঋতুস্রাব পূর্ববর্তী লক্ষণসমূহ। (BeBrainer Nursing Ltd.)
  54. P/V— Per Vaginal… — যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  55. P/V— Polycythemia Vera— অতিরিক্ত লোহিত রক্তকণিকা তৈরি জনিত রোগ। (BeBrainer)
  56. P/R— Per Rectal… — মলদ্বার, মলদ্বারে বা মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  57. P/O— Per Oral… — মুখগহ্বর, মুখগহ্বরে বা মুখগহ্বর হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  58. PUD— Peptic Ulcer Disease— অন্ত্রের প্রদাহ জনিত রোগ।
  59. RA— Rheumatic Arthritis— বাতজনিত সন্ধিপ্রদাহ।
  60. RTI— Respiratory Tract Infection— শ্বাসতন্ত্রে সংক্রমণজনিত প্রদাহ। (বিব্রেইনার নার্সিং)
  61. RTA— Road Trafic Accident— সড়ক দূর্ঘটনা।
  62. STD— Sexually Transmitted Disease— যৌন সংক্রামক রোগ।
  63. TAA— Thoracic Aortic Aneurysm— থোরাসিক অ্যাওর্টিক অ্যানিউরিজম। বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
  64. T & A— Tonsillectomy and adenoidectomy— টনসিল এবং এডিনয়েড অপসারণ।
  65. URI— Upper Respiratory Infection— উর্ধ্ব শ্বসনতন্ত্রের প্রদাহ।
  66. UTI— Urinary Tract Infection— মূত্রনালীর সংক্রমণজনিত রোগ।
  67. VD— Venereal Disease— যৌনরোগ।
  68. VD— Village Doctor— পল্লী চিকিৎসক।
  69. VSD— Ventricular Septal Defect— হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ত্রুটি।
  70. XRT— Radiotherapy External— এক ধরনের রেডিওথেরাপি ট্রিটমেন্ট।

— Nurani Bashir Oma
College of Nursing, Sher-E-Bangla Nagar, Dhaka (BSc in Nursing)
Senior Student Advisor, BeBrainer.

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ

📲 FB Message URL: http://m.me/107474017326176
📞 Telegram: https://t.me/bebrainerltd
🎥 Whatsapp: https://wa.me/+8801796636922
📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099
📲 Website: https://www.bebrainer.app/
🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *