মাত্র ১ মিনিটেই মনে রাখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের নাম। মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার এই ট্রিক্স গুলো তোমাকে হেল্প করবে খুবই অল্প সময়ে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর আয়ত্তে আনতে ও পরীক্ষায় ভালো করতে।
মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, সীমানা ও সেক্টর কমান্ডারদের নামঃ
১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আতাউল গণি ওসমানী। তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে কয়েকটি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নেন। ১৯৭১ সালের ১১ই এপ্রিল তিনি সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেন। ১১টি সেক্টর যুদ্ধ পরিচালনার কাজ অনেক সহজ করে দিয়েছিল।
১নং সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান (এপ্রিল- জুন), ক্যাপ্টেন রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)
২নং সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-অক্টোবর), ক্যাপ্টেন এ টি এম হায়দার (অক্টোবর- ডিসেম্বর)
৩নং সেক্টর কমান্ডার:মেজর কে. এম. শফিউল্লাহ্ (এপ্রিল-সেপ্টেম্বর), মেজর এ.এন.এম. নুরুজ্জামান (অক্টোবর-ডিসেম্বর)
৪নং সেক্টর কমান্ডার: মেজর সি. আর. দত্ত (মে-ডিসেম্বর)
৫নং সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী (আগস্ট- ডিসেম্বর)
৬নং সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম. কে. বাশার (জুন-ডিসেম্বর)
৭নং সেক্টর কমান্ডার: মেজর খন্দকার নাজমুল হক (এপ্রিল-আগস্ট), মেজর কিউ. এন. জামান (আগস্ট-ডিসেম্বর)
৮নং সেক্টর কমান্ডার: মেজর এম. এ. ওসমান চৌধুরী (এপ্রিল-আগস্ট), মেজর এম. এ. মঞ্জুর (আগস্ট- ডিসেম্বর)
৯নং সেক্টর কমান্ডার: ক্যাপ্টেন এম. এ. জলিল (এপ্রিল-ডিসেম্বর)
১০নং সেক্টরের কোন সেক্টর কমান্ডার ছিল না
১১নং সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান(জুন-আগস্ট), মেজর এ. তাহের (আগস্ট-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)
👉ভর্তি হতে ইনবক্স বিব্রেইনার Telegram: https://t.me/bebrainerltd
☘নার্সিং হেল্প লাইন ( সাপোর্ট গ্রুপ ) https://t.me/+hnrQuMH4IjBmMmI1
👉 BeBrainer Nursing Ltd. Page: https://www.facebook.com/bebrainernursing
#মুক্তিযুদ্ধ৭১
#সেক্টরকমান্ডার
#বাংলারবীর
#স্বাধীনতারইতিহাস
#বাংলাদেশ৭১
#মুক্তিযুদ্ধেরসেক্টর
#সেক্টরকমান্ডার৭১
#গৌরব৭১
#বাংলাদেশেরমুক্তিযুদ্ধ
#স্বাধীনতারনায়ক