ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় আতঙ্কে হল থেকে লাফ দিয়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ ২১ নভেম্বর শক্তিশালী কম্পনে রাজধানীসহ আশপাশের জেলাগুলো কেঁপে ওঠে। ঢাবির মহসিন হলসহ বিভিন্ন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত পড়ুন।
ভূমিকম্পে ঢাবির হল থেকে লাফিয়ে ৪ শিক্ষার্থী আহত
রাজধানীতে ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে লাফ দিয়ে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে মহসিন হলের চারতলা থেকে লাফ দেওয়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরো তিন শিক্ষার্থীর লাফিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। শক্তিশালী কম্পনে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোতেও আতঙ্ক দেখা দেয়।
কম্পন শুরুর সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তার জন্য হুড়োহুড়ি করে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।