২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স ও সমমানের প্রথম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা বৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আবেদন ৭–৩০ ডিসেম্বর।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অনার্স ও সমমানের প্রথম বর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা বৃত্তি দেবে অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (PMEAT) এই বৃত্তি প্রদান করবে, যা উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যেই চালু করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। স্নাতক (পাস/অনার্স) বা সমমানের প্রথম বর্ষের শিক্ষার্থীরা https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। পাশাপাশি PMEAΤ-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে নির্ধারিত প্রত্যয়ন ফরম ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ আপলোড করতে হবে।
আবেদনের সময় যদি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকায় না থাকে, তাহলে প্রতিষ্ঠান প্রধানকে ইআইআইএনসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে ‘ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা-১২০৯’-এর ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
সরকারি দপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বেতন গ্রেড সংক্রান্ত দাপ্তরিক প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত বার্ষিক আয় দুই লাখ টাকার কম এমন প্রত্যয়নপত্র আবশ্যক।
বিশেষ অগ্রাধিকার পাবে—প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম, অবিবাহিত ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যান্য দুস্থ শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট প্রমাণপত্র অবশ্যই আপলোড করতে হবে।
আবেদনের সাথে শিক্ষার্থীর সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্রের স্পষ্ট কপি সংযুক্ত করা বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী বা তার পিতা/মাতার ব্যক্তিগত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং অ্যাকাউন্ট সক্রিয় থাকা সংক্রান্ত প্রমাণপত্র আপলোড করতে হবে। অন্য কারো অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়, তবে পিতা-মাতা উভয়ের মৃত্যু হলে আইনগত অভিভাবকের অ্যাকাউন্ট বিবেচনা করা হবে।
পুরো কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। শিক্ষার্থীদের নির্ধারিত সময়েই আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing