ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে হবে পরীক্ষা জানালেন কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার নতুন সময়সূচি দ্রুত নির্ধারণের চেষ্টা চলছে। এ বিষয়ে আজ অভ্যন্তরীণ সভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে ঢাকার বাইরে একাধিক বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট পক্ষ জড়িত। সবার সঙ্গে সমন্বয় ও আলোচনার মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন,
“বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।”
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোক দিবস পালনের অংশ হিসেবে ওইদিনের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই জানানো হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই প্রেক্ষাপটেই ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing