Headlines

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ২১.২৭ শতাংশ

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ২১.২৭ শতাংশ এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ২১.২৭ শতাংশ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১০,৮৫০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২,৩০৮ জন।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) পরিচালিত এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বিসিপিএস সূত্র জানায়, এবারের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় মোট ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ হাজার ৩০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ফলে পাসের হার দাঁড়িয়েছে ২১.২৭ শতাংশ

বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই পরীক্ষার শেষ দিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

যেভাবে ফলাফল দেখবেন

পরীক্ষার্থীরা বিসিপিএসের ওয়েবসাইটে প্রবেশ করে

  • নিজ নিজ রোল নম্বর ব্যবহার করে
  • ব্যক্তিগত ফলাফল দেখতে পারবেন

পরীক্ষার সময়সূচি সংক্ষেপ

  • প্রথম দিন (৪ জানুয়ারি): মেডিসিন ও অ্যালাইড (সকাল ৯টা–দুপুর ১টা)
  • দ্বিতীয় দিন: অ্যানেস্থেসিওলজি, বায়োকেমিস্ট্রি, ডেন্টাল সার্জারি, ডার্মাটোলজি, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, অবস্টেট্রিক্স ও গাইনেকোলজি, সাইকিয়াট্রি, রেডিওলজি
  • তৃতীয় দিন: অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, অফথ্যালমোলজি, ওটোল্যারিংগোলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওলজি, রেডিওথেরাপি, সার্জারি ও ট্রান্সফিউশন মেডিসিন

বিসিপিএসের নিয়ম অনুযায়ী প্রতিবারই এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হয়ে থাকে।

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *