Headlines

মুন্সিগঞ্জে স্থাপিত হচ্ছে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল

মুন্সিগঞ্জে স্থাপিত হচ্ছে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মুন্সিগঞ্জে স্থাপিত হচ্ছে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল

মুন্সিগঞ্জ জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। অবকাঠামো উন্নয়ন শেষে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও এক ধাপ এগোল। সরকার মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই একাডেমিক কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

চিকিৎসা শিক্ষায় সম্প্রসারণ

সরকারি পর্যায়ে নতুন মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্সিগঞ্জসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা এতে উপকৃত হবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। নতুন অনুমোদন পাওয়া ওই মেডিকেল কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। কলেজটি চলতি শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে।

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *