নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভাপতি জাহানারা সিদ্দীকি ও ন্যাব মহাসচিব সুজন আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান।
বিবৃতিতে ন্যাব সভাপতি বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্র-জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র-জনতার অনেক প্রত্যাশা। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ (ইসি) রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।”
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস, নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ সহ নার্সদের অন্যান্য সংগঠনগুলো।
ফারিয়া মেহজাবীন
সিনিয়র স্টুডেন্ট এডভাইজর & সোশ্যাল মিডিয়া ম্যানেজার
বি ব্রেইনার নার্সি লিমিটেড
📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ
📲 FB Message URL: http://m.me/107474017326176
📞 Telegram: https://t.me/bebrainerltd
🎥 Whatsapp: https://wa.me/+8801796636922
📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333/ 01988054815 / 01984808099
📲 Website: https://www.bebrainer.app/
🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps