এক মাস পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

কমপক্ষে এক মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমে জানান।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গত ৩০ জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার কথা ১১ আগস্ট। তবে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে। ১৬ জুলাই হয় সর্বশেষ পরীক্ষা। ১৩টি বিষয়ের মধ্যে এই সময়ে ৭টি পরীক্ষা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক তপন কুমার বলছেন, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে। এখনও বাকি ৬টি পত্রের পরীক্ষা। ব্যাপক সহিংসতার কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে সংকট তৈরি হয়েছে।

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ 

📲 FB Message URL:  http://m.me/107474017326176

📞 Telegram: https://t.me/bebrainerltd

🎥 Whatsapp: https://wa.me/+8801796636922

 📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099 

📲 Website: https://www.bebrainer.app/

🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights