নার্সিং এ পড়লে কত টাকা উপবৃত্তি পাওয়া যায়?


🧑‍⚕️সরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে চান্স পেলে কি উপবৃত্তি/স্টাইপেন্ড পাওয়া যায়?

হ্যা নার্সিং পড়াশোনায় সরকার সবাইকে উপবৃত্তি দিয়ে থাকে।যাতে করে নিম্নবিত্ত,মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই এখানে কাধে কাধ মিলিয়ে পড়াশোনা করতে পারে।

🩺সরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে চান্স পাওয়ার পরে প্রতি মাসে উপবৃত্তি/স্টাইপেন্ড দেওয়া হয়।

📌1st year: 1700 tk/month

📌2nd year: 1800 tk/month

📌3rd year: 1900 tk/month

📌4th year: 2000 tk/month

🏨হোস্টেলে থাকার কোনো ফি নেই। প্রতি মাসে খাওয়া খরচ কলেজ ভেদে ১০০০-১২০০ টাকা দিতে হয়। আপনি প্রতি মাসে উপবৃত্তি/স্টাইপেন্ড ১৭০০-২০০০ টাকা পাবেন। আপনি চাইলে নিজের পকেট থেকে খাওয়া খরচ দিতে পারবেন অথবা উপবৃত্তি/স্টাইপেন্ড এর টাকা থেকেও দিতে পারেন, আপনার ইচ্ছা।

🖋️চাকরি ক্ষেত্রেও আপনি সহজে চাকরি পাবেন কেননা যেখানে ডাক্তার প্রতি ৩জন থাকা জরুরি সেখানে আমাদের দেশে একজন নার্স প্রতি ৩জন ডাক্তারের অধীনে থাকে।দেশের এই অধিক চাহিদা পূরণ করা দরকার।তাই নার্সিং পড়ে কেউ বেকার থাকার চিন্তাও আসে না।
🛑শুধু নিজেকে দক্ষ ও আদর্শ নার্স হিসেবে গড়া অঙ্গীকার বদ্ধ থাকতে হবে।

ফাহিমা আক্তার নুপুর
বিএসসি ইন নার্সিং
বরিশাল নার্সিং কলেজ, বরিশাল।
বিব্রেইনার মডারেটর টিম 💙🩺

ধন্যবাদ 💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights