বেশিরভাগ (সবাই না) নার্সিং ভর্তিচ্ছু কোচিং সেন্টার নির্বাচন করার সময় কিছু বিষয়ের উপর অতিরিক্ত গুরুত্ব দেয়, যেমন:
🔹রেজাল্ট প্রকাশিত হলে এরপরে কোচিং এ ভর্তি হওয়ার টেনডেন্সি।
🔹 কোন কোচিং এর কোর্স ফি কম।
🔹কোন কোচিং কত টাকা ডিস্কাউন্ট দিচ্ছে।
🔹 বন্ধুবান্ধব কোন কোচিং এ ভর্তি হয়েছে।
🔹 শিক্ষক কোন কোচিং এর নাম বলেছেন (ভেতরের তথ্য না জেনে)।
🔹 বাসার কাছাকাছি কোন কোচিং আছে।
🔹 ক্লাসরুমটি আরামদায়ক এবং এসি সমৃদ্ধ কিনা।
🔹 লিফলেট বা বিজ্ঞাপনে আকর্ষণীয় ছবি ও দৃষ্টিনন্দন ডিজাইন রয়েছে। এবং কোন কোচিং লিফলেট বেশি বিলি করছে।
🔹কোনো একটা গ্রুপ থেকে কেউ একটা কোচিং এর নাম বলছে সেটা শুনে যাচাই না করেই কোচিং এ ভর্তি হওয়া।
🔹অনলাইনের থেকে অনলাইনে বেশি প্রায়োরিটি দেওয়া।
কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে, সফলতা পেতে হলে এসব বিষয়ের চেয়ে ভিন্ন কিছু মাপকাঠি জরুরি। বেশিরভাগ মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরা যে বিষয়গুলো যাচাই করে থাকে-
🔹এইচএসসি পরিক্ষা শেষ হওয়ার সাথে সাথে কোচিং এ ভর্তি হয়ে যায়। অনেকে এইচএসসি পরিক্ষার আগে থেকে কোচিং এ ভর্তি হয়ে থাকে।
🔹 কোচিং এর সার্ভিস মানসম্মত কি না।
🔹 শিক্ষক প্যানেলের অভিজ্ঞতা ও দক্ষতা।
🔹 শিক্ষামূলক উপকরণ গুলোর কোয়ালিটি।
🔹কোচিং থেকে যে এক্সাম গুলো নেওয়া হচ্ছে সেগুলোর পেশ্ন স্টান্ডার্ড কিনা।
🔹পড়তে বসলে যেকোনো সমস্যায় এডভাইজর প্যানেলের সহায়তা পাওয়া যাবে কিনা।
🔹 কোচিং এর দীর্ঘমেয়াদী সফলতা ও খ্যাতি।
🔹 কোচিং এর চান্স পাওয়ার হার এবং রেকর্ড।
সুতরাং, বলবো সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। কিন্তু কম খরচের লোভে নিম্নমানের কোচিং বেছে না নিয়ে, তোমার সফলতার সম্ভাবনা বাড়াতে সঠিক বিষয়গুলো যাচাই করেই সিদ্ধান্ত নাও।
বিব্রেইনার সবসময় গুরুত্ব দেয় কিভাবে স্টুডেন্টদের বেস্ট সার্ভিসটা দেওয়া যায়৷ কিভাবে তাদের পড়ালেখাকে আরো গুছিয়ে এডমিশন টেস্টেভালো একটা আউটপুট বের করে আনা যায়। বিব্রেইনারের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, এপ এ তুমি অনেক ফ্রি ক্লাস ও এক্সাম পাবে।তুমি চাইলে বিব্রেইনারে ভর্তি হওয়ার আগে যাচাই করে নিতে পারো আমাদের কোয়ালিটি।
সবাইকে আমন্ত্রণ রইলো বিব্রেইনারের পক্ষ থেকে। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।
–নাফিসা আহম্মদ
বিএসসি ইন নার্সিং
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বিব্রেইনার মডারেটর টিম