নার্সিং ভর্তি প্রস্তুতি ২০২৪-২৫ | বিব্রেইনার কেন সব থেকে আলাদা?

বিব্রেইনার নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এডমিশন প্রস্তুতিতে যোগ করেছে অনন্য মাত্রা। বিব্রেইনার কেনো সেরা তা আপনাদের সামনে তুলে ধরছি।

🔰বিব্রেইনারের সফলতা: প্রতিবছরই বিব্রেইনারের বিভিন্ন কোর্সে ভর্তি থাকা শিক্ষার্থীদের বড় একটি অংশ বিভিন্ন সরকারী নার্সিং কলেজগুলোতে চান্স পায়। ২০২১-২২ শিক্ষাবর্ষে ১৬৪+ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৪৯+ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০৩৫+ জন বিব্রেইনারের বিভিন্ন কোর্স থেকে সরকারি নার্সিংয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। অর্থাৎ প্রতিবছরই চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

🔰বিব্রেইনারের ক্লাস: বিব্রেইনারের প্রতিটা ক্লাস একদম বেস্ট লেভেলের। যেই টপিকের ক্লাস করানো হয় সেই টপিকটা একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার করে দেওয়া হয়। ভাইয়ারা মারাত্মক ডেডিকেশন আর ধৈর্য নিয়ে প্রতিটা ক্লাসে পড়ান। কোনো টপিক বুঝতে অসুবিধা হলে ভাইয়ারা সেটাকে ধৈর্য নিয়ে সহজ ভাবে স্টুডেন্টদের সামনে তুলে ধরেন। এছাড়া প্রতিটা ক্লাসের লেকচারের পিডিএফও স্টুডেন্টদের দেওয়া হয়। যেগুলো একদম টপনচ লেভেলের।

🔰বিব্রেইনারের বই: বিব্রেইনারের প্রতিটি বই সুন্দরভাবে সাজানো গোছানো। নার্সিং এডমিশনের প্রশ্নের ধরন যেহেতু প্রতিবছরই আপডেট হচ্ছে সেই হিসাবে বই গুলোও প্রতিবছর নতুন তথ্য দিয়ে আপডেট করা হয়। এডমিশন পিরিয়ডে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানা। বাজারের বিভিন্ন বইতে ঢালাও ভাবে শুধু কিছু টপিকের উপর তথ্য দেওয়া। সেখানে বিব্রেইনারের বইতে শুরুতেই আছে নার্সিং এডমিশনের জন্য কোনো টপিক গুলো গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে সাজানো। যা শিক্ষার্থীদের প্রস্তুতিকে সহজে সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করে।

🔰বিব্রেইনারের এক্সাম: বিব্রেইনারে রয়েছে ডেইলি এক্সাম,উইকলি এক্সাম,মান্থলি এক্সামের ব্যবস্থা। এই এক্সামের প্রশ্ন গুলো হয় একদম নার্সিং এডমিশন স্টান্ডার্ড। এডমিশন পিরিয়ডে পড়ার চাপে অনেক সময় পড়ার প্রতি একঘেয়েমি চলে আসে। প্রতিদিনের এই এক্সাম গুলো স্টুডেন্টদের সেই একঘেয়েমি দূর করে। এছাড়া এক্সাম গুলো দিলে একজন স্টুডেন্টের পড়াশোনায় অগ্রগতি কতটুকু সে তা বুঝতে পারে, তার দূর্বলতা গুলো আইডেন্টিফাই করতে পারে। যা তাকে তার প্রস্তুতিকে আরো জোরদার করতে সাহায্য করে।

🔰বিব্রেইনারের অন্যান্য সুবিধা: বিব্রেইনার অ্যাপ এ সাজানো রয়েছে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফ্রি ক্লাস ও ফ্রি এক্সাম। প্রায় সময়ই বিব্রেইনার বিভিন্ন ফ্রি ক্লাস ও ফ্রি এক্সামের ব্যবস্থা করে থাকে। যা কোর্সের বাইরের শিক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করে।

এছাড়া বিব্রেইনার কোর্সের শিক্ষার্থীদের নানা সমস্যায় সাহায্য করার জন্য রয়েছে বিব্রেইনার এডভাইজর টিম। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তারা বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেন।

📌বিব্রেইনার মূল বই, ক্লাস, লেকচার শিট, বিব্রেইনারের বই সব কম্বাইন্ড করে শিক্ষার্থীদের একটি গোছানো প্রস্তুতি নিশ্চিত করে। যা এডমিশন পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ 

📲 FB Message URL:  http://m.me/107474017326176

📞 Telegram: https://t.me/bebrainerltd

🎥 Whatsapp: https://wa.me/+8801796636922

 📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099 

📲 Website: https://www.bebrainer.app/

🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

–নাফিসা আহম্মদ

বিএসসি ইন নার্সিং

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিব্রেইনার মডারেটর টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights