বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে?

👉 দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ!

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। 

সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

বাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকা

প্রধান বিচারপতি বাংলাদেশের একটি অন্যতম সাংবিধানিক পদ এবং দেশের সংকটজনক মূহূর্তে দেশের প্রধান নির্বাহী হিসাবে তিনি ক্ষেত্রবিশেষে দায়িত্ব পালন করে থাকেন।তিনি তার যোগদানের তারিখ থেকে ৫ বছর দায়িত্ব পালন করেন।

বাংলাদশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন’; এবং সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করে থাকেন[১] আর, সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি হিসাবে দায়িত্বে থাকা যায়।

ক্রমিক নংপ্রতিকৃতিনিয়োগের তারিখঅবসরগ্রহণের তারিখ
আবু সাদাত মোহাম্মদ সায়েম১৬ ডিসেম্বর ১৯৭২৫ নভেম্বর ১৯৭৫
সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন১৮ নভেম্বর ১৯৭৫৩১ জানুয়ারি ১৯৭৮
কামালউদ্দিন হোসেন১ ফেব্রুয়ারি ১৯৭৮১১ এপ্রিল ১৯৮২
ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম১২ এপ্রিল ১৯৮২৩০ নভেম্বর ১৯৮৯
বদরুল হায়দার চৌধুরী১ ডিসেম্বর ১৯৮৯৩১ ডিসেম্বর ১৯৮৯
সাহাবুদ্দীন আহমদ১ জানুয়ারি ১৯৯০৩১ জানুয়ারি ১৯৯৫
মুহাম্মদ হাবিবুর রহমান১ ফেব্রুয়ারি ১৯৯৫৩০ এপ্রিল ১৯৯৫
এ. টি. এম. আফজাল১ মে ১৯৯৫৩১ মে ১৯৯৯
মোস্তফা কামাল১ জুন ১৯৯৯৩১ ডিসেম্বর ১৯৯৯
১০লতিফুর রহমান১ জানুয়ারি ২০০০২৮ ফেব্রুয়ারি ২০০১
১১মাহমুদুল আমিন চৌধুরী১ মার্চ ২০০১১৭ জুন ২০০২
১২মাইনুর রেজা চৌধুরী১৮ জুন ২০০২২২ জুন ২০০৩
১৩কে. এম. হাসান২৩ জুন ২০০৩২ জানুয়ারি ২০০৪
১৪সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন২৭ জানুয়ারি ২০০৪২৮ ফেব্রুয়ারি ২০০৭
১৫মোঃ রুহুল আমিন১ মার্চ ২০০৭৩১ মে ২০০৮
১৬এম. এম. রুহুল আমিন১ জুন ২০০৮২২ ডিসেম্বর ২০০৯
১৭মোঃ তাফাজ্জাল ইসলাম২৩ ডিসেম্বর ২০০৯৭ ফেব্রুয়ারি ২০১০
১৮মোহাম্মদ ফজলুল করীম৮ ফেব্রুয়ারি ২০১০২৯ সেপ্টেম্বর ২০১০
১৯এ. বি. এম. খায়রুল হক৩০ সেপ্টেম্বর ২০১০১৭ মে ২০১১
২০মোঃ মোজাম্মেল হোসেন১৮ মে ২০১১১৬ জানুয়ারি ২০১৫
২১সুরেন্দ্র কুমার সিনহা১৭ জানুয়ারি ২০১৫১১ নভেম্বর ২০১৭
(পদত্যাগ)
২১মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা
(ভারপ্রাপ্ত)
১২ নভেম্বর ২০১৭২ ফেব্রুয়ারি ২০১৮
(পদত্যাগ)
২২সৈয়দ মাহমুদ হোসেন৩ ফেব্রুয়ারি ২০১৮৩০ ডিসেম্বর ২০২১
২৩হাসান ফয়েজ সিদ্দিকী৩১ ডিসেম্বর ২০২১২৫ সেপ্টেম্বর ২০২৩[৩]
২৪ওবায়দুল হাসান২৬ সেপ্টেম্বর ২০২৩১০ আগস্ট ২০২৪ (পদত্যাগ) [৪]
২৫সৈয়দ রেফাত আহমেদ১১ আগস্ট ২০২৪র্তমান [৫]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights