বিএসসি ইন নার্সিং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ইন নার্সিং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে।সকল গ্রাজুয়েট নার্সদের বি ব্রেইনারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

বিএসসি ইন নার্সিং শেষে অনেকেই এখন নার্সিং লাইসেন্স এক্সামের মাধ্যমে রেজিস্ট্রাড নার্স হবেন। আবার অনেকের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে পিএইচডি করার ও ইচ্ছা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং)-২০২৪ পরীক্ষায় ফলাফলে বিএসসি ইন নার্সিং থেকে ২৩২০ জনের মধ‍্যে উত্তীর্ন হয়েছে ২০৫২ জন(৮৮.৪৪%)।তাই যারা লাইসেন্স এক্সামের প্রিপারেশন নিতে চান, বিব্রেইনার এর সাথেই থাকুন।

মার্কিন জনমত জরিপ সংস্থা গ্যালাপের জরিপে অনুসারে নার্সিং পেশাকে সবচেয়ে সৎ, আস্থাভাজন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পেশা হিসেবে উল্লেখ করা হয়।

নার্সিং উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা

  • হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েলসহ যুক্তরাষ্ট্রের সেরা ৮ বিশ্ববিদ্যালয়ে (যা আইভি লিগ নামে পরিচিত) নার্সিং বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে।
  • যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ সব উন্নত রাষ্ট্রেই নার্সিংনিয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে। বাংলাদেশে স্নাতক করে চাইলে বৃত্তিসহ স্নাতকোত্তরের জন্য এসব দেশে পড়তে যাওয়া যায়। পিএইচডিও করতে পারেন। 
  • চাইলে গবেষণা, শিক্ষকতা, প্রশাসনিক কর্মকর্তা বা ক্লিনিক্যাল—যেকোনো দিক বেছে নেওয়ার সুযোগ আছে। বিশ্বব্যাপী নার্সদের চাহিদাও ব্যাপক। আইসিইউ ও সিসিইউতে যাঁরা কাজ করেন, তাঁদের বেতন সবচেয়ে বেশি। অক্সফাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানেওঅনেকে কাজ করছেন।
  • নার্সরা যে সেবা উৎপাদন করে, বৈশ্বিকভাবে তার অর্থ মূল্য বিলিয়ন ডলারের বেশি। যেটা বিদেশে রপ্তানি করলে বাংলাদেশ অনেক লাভবান হতে পারে। যেমনটা ভারতের কেরালা কিংবাফিলিপাইন করছে।
  • এই খাতে কাজ করতে হলে, নার্সদের ভাষাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বেশ ভালো সম্ভাবনা আছে। 
  • ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, জার্মানি, জাপানি, আরবি কিংবা রুশ ভাষায় যদি দক্ষ হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারব। 
  • পাশাপাশি কম্পিউটার প্রযুক্তি, ডেটা বিশ্লেষণ সফটওয়্যার, বায়োইনফরমেটিকস, আইওটি(ইন্টারনেট অব থিংস) নির্ভর আইসিইউ, সিসিইউ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এসব বিষয়েও নার্সদের প্রশিক্ষণ দেওয়া উচিত। এই খাতে প্রচুরমেধাবী শিক্ষার্থী প্রয়োজন।

ফারিয়া মেহজাবীন 

সিনিয়র স্টুডেন্ট এডভাইজর & সোশ্যাল মিডিয়া ম্যানেজার 

বি ব্রেইনার নার্সি লিমিটেড

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ 

📲 FB Message URL:  http://m.me/107474017326176

📞 Telegram: https://t.me/bebrainerltd

🎥 Whatsapp: https://wa.me/+8801796636922

 📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333/ 01988054815 / 01984808099 

📲 Website: https://www.bebrainer.app/

🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights