নার্সিং ভর্তি সম্পর্কিত তথ্য-২০২৪

এক নজরে নার্সিং ভর্তি রিলেটেড সকল তথ্য!

  • ✔️ এসএসসি: ২০১৯/২০২০/২০২১
  • ✔️ এইচএসসি: ২০২১/২০২২/২০২৩
  • ✔️ বিএসসি: SSC + HSC (মোট GPA 7),

কোনোটি 3.00 এর কম না, বায়োলজিতে কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে।

✔️ ডিপ্লোমা/মিডওয়াইফারী: SSC + HSC (মোট GPA 6.00), কোনোটি 2.50 এর কম না।

✔️ পরীক্ষার মানবন্টন সম্পর্কিত তথ্য। ✔️ বিএসসি নার্সিং☞ ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর

  • ✔️ বাংলা-২০
  • ✔️ ইংরেজি- ২০
  • ✔️ গণিত- ১০
  • ✔️ সাধারণ বিজ্ঞান (পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান)- ৩০
  • ✔️ সাধারণ জ্ঞান- ২০

✔️ ডিপ্লোমা ও মিডওয়াইফারী

☞ ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর

  • ✔️ বাংলা-২০
  • ✔️ ইংরেজি- ২০
  • ✔️ গণিত- ১০
  • ✔️ সাধারণ বিজ্ঞান- ২৫
  • ✔️ সাধারণ জ্ঞান- ২৫

☞ একাডেমিক নাম্বার (৪০ নম্বর)

  • ✔️ SSC এর জিপিএর ৫ গুণ
  • ✔️ HSC এর জিপিএর ৫ গুণ

🔴 মোট ১০০+৫০ = ১৫০ নম্বর

☞ দেশে সরকারী নার্সিংয়ে আসন সংখ্যা?

  • 🟣 বিএসসি- ১৫০৫ টি, প্রতিষ্ঠান ১৫ টি।
  • 🟣 ডিপ্লোমা- ২৮৫৫ টি, প্রতিষ্ঠান ৪৮ টি
  • 🟣 মিডওয়াইফারী- ১৮২৫ টি, প্রতিষ্ঠান ৬২ টি

✔️ কোটা সম্পর্কিত তথ্য।

  • ✔️ মুক্তিযোদ্ধা কোটা- ২%
  • ✔️ বাকি ৯৭% মেধা কোটা,
  • ✔️ ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ১%

✔️ ছেলেদের জন্য বরাদ্দঃ ১০% (সরকারীতে), ২০% (বেসরকারীতে)

🖥️ আবেদন সম্পর্কিত তথ্য☞

কারা কিসে আবেদন করবে?

☞ BSC : শুধু সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করবে।

☞ Diploma & Midwifery: Science, Arts & Commerce , উন্মুক্ত, ভোকেশনাল, সবাই আবেদন করতে পারবে।

মিডওয়াফারীতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে।

আবেদন করার সময় কলেজ চয়েস এর ক্ষেত্রে পরামর্শ:

☞ বিএসসি, ডিপ্লোমা নার্সিং ও ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে নিজ জেলা/বিভাগের কলেজ প্রথম চয়েস দিতে পারেন, অথবা☞ নিজ জেলা বিভাগের যেগুলোতেcompetition কম, সেগুলো প্রথমে চয়েস দিবেন।

☞ অথবা অন্যান্য জেলা বিভাগের কলেজ গুলো চয়েস দিতে পারেন, যেগুলোতে competition কম সেগুলো চয়েস দিবেন।

☞ জেলা কোটা পাওয়ার জন্য নিজ জেলা/বিভাগে চয়েস দিতে হবে না। জেলা কোটা অটোমেটিক বা স্বয়ংক্রিয় ভাবে পেয়ে যাবেন, আপনার জেলা থেকে যারা এক্সাম দিবে তাদের মধ্যে আপনার স্কোর বেশি হওয়া লাগবে।

☞ বিএসসি হলে ১৫ টি কলেজ, ডিপ্লোমা ইন নার্সিং ৪৮ টি ইন্সটিটিউট ও ডিপ্লোমা মিডওয়াইফারি ৬২ টি ইন্সটিটিউট চয়েস দিবেন। কম চয়েস দিলে চান্স পাওয়ার সম্ভাবনা কম।

☞ ডিপ্লোমা ইন নার্সিং এ আবেদন করলে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আবেদন করা যাবে না।Nursing Mate উল্লেখ্য, এ বছর বিএসসি ডিপ্লোমা নার্সিং ও ডিপ্লোমা মিডওয়াইফারি আলাদা আলাদা পরীক্ষা ও আবেদন, একই সাথে একাধিক কোর্সে Apply করা যাবে না।

অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং এ Apply করলে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে Apply করা যাবে না। শুধুমাত্র, যেকোনো একটি কোর্সে Apply করা যাবে।

~মারুফা আক্তার রিতু বিএসসি ইন নার্সিং,ময়মনসিংহ নার্সিং কলেজ

সৌজন্যে :বিব্রেইনার মডারেটর টিম

📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ 

📲 FB Message URL:  http://m.me/107474017326176

📞 Telegram: https://t.me/bebrainerltd

🎥 Whatsapp: https://wa.me/+8801796636922

 📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099 

📲 Website: https://www.bebrainer.app/🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights