অনেক সময় প্রেসক্রিপশন লেখার জন্য অথবা প্রেসক্রিপশন বোঝার জন্য শব্দগুলো প্রয়োজন হয়ে পড়ে। নার্সিং ক্যারিয়ারে তাই অবশ্যই এগুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরী………
- ARF— Acute Renal Failure— তীব্র কিডনি বিকল।
- ARDS— Acute Respiratory Distress Syndrome— তীব্র অক্সিজেন স্বল্পতা জনিত শ্বাসতন্ত্রের জটিলতা।
- AMI— Acute Myocardial Infarction— তীব্র হৃদরোগ জনিত কারণে হৃৎপেশীর মৃত্যু।
- ARI— Acute Respiratory Infection— তীব্র শ্বাসতন্ত্রের প্রদাহ।
- ALL— Acute Lymphoblastic Leukemia— তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
- AML— Acute Myelogenous Leukemia— তীব্র মায়েলোজেনাস লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
- AAA— Abdominal Aortic Aneurysm— অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া। (BeBrainer Nursing Ltd.)
- A.N— Anxiety Neurosis— একধরনের মানসিক রোগ। অকারণ উদ্বিগ্নতা।
- ASCVD— Atherosclerosis Cardiovascular Disease— ধমনীর রক্তপ্রবাহ জনিত কারণে হৃদরোগ।
- B/C— Vitamin B Complex.
- CKD— Chronic Kidney Disease— দীর্ঘস্থায়ী কিডনী রোগ।
- COPD— Chronic Obstructive Pulmonary Disease— ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতামূলক রোগ।
- CML— Chronic Myelogenous Leukemia— দীর্ঘস্থায়ী মায়েলোজেনাস লিউকেমিয়া। রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার।
- CBC— Complete Blood Count.(BeBrainer)
- CVA— Cerebrovascular Accident— স্ট্রোক।
- D & C— Dilatation & Curettage— একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী। এতে জরায়ু মুখ সম্প্রসারিত করে জরায়ুর অভ্যন্তর অপসারণ করা হয়।
- DNS— Deviated Nasal Septum— নাকের মাঝখানের নরম অস্থির বিচ্যুতি।
- DUB— Dysfunctional Uterine Bleeding— জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরণ।
- DM— Diabetes Mellitus— ডায়াবেটিস মেলিটাস।
- DU— Duodenal Ulcer— ডিওডেনামের ক্ষত।
- E.D— Erectile Dysfunction— লিঙ্গোত্থানজনিত গোলযোগ।
- Fx— Fracture— হাড় ভেঙে যাওয়া। (বিব্রেইনার)
- GBS— Guillain-Barre Syndrome— গুইলয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
- GU— Gastric Ulcer— পাকস্থলীর ক্ষত।
- GU— Genital Ulcer— জননাঙ্গের ক্ষত। (Page: BeBrainer Nursing Ltd.)
- GERD— Gastro-esophageal Reflux Disease— পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লাক্স জনিত উপসর্গ।
- GIT— Gastro-intestinal Tract— পরিপাক নালী।
- H/O— History of— রোগ বা দূর্ঘটনা সংঘটিত হওয়ার পূর্ব ইতিহাস।
- HTN— Hypertension— উচ্চরক্তচাপ।
- IDDM— Insulin Dependent Diabetes Mellitus— ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
- IBS— Irritable Bowel Syndrome— অন্ত্রের বিশেষ ধরনের রোগ লক্ষণের সমষ্টি। (BeBrainer)
- IBD— Irritable Bowel Disease/ Inflammatory Bowel Disease— অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
- IHD— Ischemic Heart Disease— হৃৎপিন্ডে “ইস্কেমিয়া” জনিত রোগ।
- IUCD অথবা শুধু CD— Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device— জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরণ যন্ত্র বিশেষ। যেমন “copper t”।
- LAP— Lower Abdominal Pain— তলপেটে ব্যথা।
- LBP— Low Back Pain— মাজাব্যথা।
- LVeF— Left Ventricle Failure— বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
- MRM— Medical Menstrual Regulation— ঋতুস্রাব নিয়মিতকরণের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুণ নষ্ট করার পদ্ধতি।
- MDS— Myelodysplastic Syndrome— অস্থিমজ্জার ক্যান্সার জনিত রোগ। অপরিণত রক্তকোষগুলো পরিণত হয় না।
- MVP— Mitral Valve Prolapse— মাইট্রাল কপাটিকা ফুলে যাওয়া।
- MI— Myocardial Infarction— একপ্রকার হৃৎপিন্ডের রোগ। হৃৎপেশীর মৃত্যু।
- NIDDM— Non-Insulin Dependent Diabetes Mellitus— ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
- NSAID— Non-Steroidal Anti-Inflammatory Drugs— এলোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
- NS— Nephrotic Syndrome— কিডনী সংক্রান্ত রোগ।
- OA— Osteo-arthritis— অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
- P/C— Paracetamol. (BeBrainer)
- PE— Pulmonary Embolism— ফুসফুসের রক্তপ্রবাহ জনিত বাধা।
- PCOS— Polycystic Ovary Syndrome— পলিসিস্টিক ওভারি সিনড্রোম। (বিব্রেইনার)
- PUO— Pyrexia of Unknown Origin— যে জ্বরের কারণ নির্ণয় করা যায় না।
- PME— Premature Ejaculation— সময়ের পূর্বে বীর্যপতন/শীঘ্রপতন।
- PME— Premenstrual Exacerbation— ঋতুস্রাবের পূর্বের তীব্রতা/ অন্য ব্যধির লক্ষণগুলো খারাপ হওয়া।
- PMDD— Premenstrual Dysphoric Disorder— ঋতুস্রাব পূর্ববর্তী লক্ষণসমূহের গুরুতর রূপ। ঋতুস্রাব জনিত কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতিকে বুঝায়।
- PMS— Premenstrual Syndrome— ঋতুস্রাব পূর্ববর্তী লক্ষণসমূহ। (BeBrainer Nursing Ltd.)
- P/V— Per Vaginal… — যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- P/V— Polycythemia Vera— অতিরিক্ত লোহিত রক্তকণিকা তৈরি জনিত রোগ। (BeBrainer)
- P/R— Per Rectal… — মলদ্বার, মলদ্বারে বা মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- P/O— Per Oral… — মুখগহ্বর, মুখগহ্বরে বা মুখগহ্বর হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- PUD— Peptic Ulcer Disease— অন্ত্রের প্রদাহ জনিত রোগ।
- RA— Rheumatic Arthritis— বাতজনিত সন্ধিপ্রদাহ।
- RTI— Respiratory Tract Infection— শ্বাসতন্ত্রে সংক্রমণজনিত প্রদাহ। (বিব্রেইনার নার্সিং)
- RTA— Road Trafic Accident— সড়ক দূর্ঘটনা।
- STD— Sexually Transmitted Disease— যৌন সংক্রামক রোগ।
- TAA— Thoracic Aortic Aneurysm— থোরাসিক অ্যাওর্টিক অ্যানিউরিজম। বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
- T & A— Tonsillectomy and adenoidectomy— টনসিল এবং এডিনয়েড অপসারণ।
- URI— Upper Respiratory Infection— উর্ধ্ব শ্বসনতন্ত্রের প্রদাহ।
- UTI— Urinary Tract Infection— মূত্রনালীর সংক্রমণজনিত রোগ।
- VD— Venereal Disease— যৌনরোগ।
- VD— Village Doctor— পল্লী চিকিৎসক।
- VSD— Ventricular Septal Defect— হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ত্রুটি।
- XRT— Radiotherapy External— এক ধরনের রেডিওথেরাপি ট্রিটমেন্ট।
— Nurani Bashir Oma
College of Nursing, Sher-E-Bangla Nagar, Dhaka (BSc in Nursing)
Senior Student Advisor, BeBrainer.
📲 আমাদের সাথে যোগাযোগের নাম্বার ও লিংকঃ
📲 FB Message URL: http://m.me/107474017326176
📞 Telegram: https://t.me/bebrainerltd
🎥 Whatsapp: https://wa.me/+8801796636922
📞 অফিস নাম্বারঃ 01796636922 / 01312296333 / 01988054815 / 01984808099
📲 Website: https://www.bebrainer.app/
🎥 Android App: https://play.google.com/store/search?q=bebrainer&c=apps